ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া গ্রামে চিপস নেওয়ার অভিযোগে প্রকাশ্যে অপমানিত হয়ে আত্মহত্যা করেছে ১২ বছর বয়সী এক স্কুলছাত্র। শুক্রবার (২৩ মে) সপ্তম শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণেন্দু দাস-এর মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিবরণ অনুযায়ী, গোসাইবাজার এলাকায় একটি দোকানে চিপস কিনতে গিয়েছিল কৃষ্ণেন্দু। দোকানদারকে বেশ কয়েকবার ডাকলেও কোনো সাড়া না পেয়ে দোকানের বাইরে পড়ে থাকা একটি প্যাকেট হাতে নেয় সে। ঠিক সেই সময় দোকানে ফিরে আসেন দোকানদার শুভঙ্কর দীক্ষিত, যিনি শিশুটিকে চুরির অভিযোগে চড় মারেন ও কানে ধরে উঠবস করান। উপস্থিত লোকজনের সামনে এই অপমানজনক আচরণ সহ্য করতে না পেরে কৃষ্ণেন্দুর মন ভেঙে পড়ে। পরবর্তীতে কৃষ্ণেন্দুর মা দোকানে এসে ছেলেকে বকাঝকা করেন এবং মারধর করেন।...
‘মা, আমি চোর নই। চিপস চুরি করিনি’, অপমানের পর ১২ বছরের শিশুর সুইসাইড নোট
অনলাইন ডেস্ক

সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন
অনলাইন ডেস্ক

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ রোধে আরও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে দেশটিতে ভ্রমণের উদ্দেশে যেতে চাওয়া ব্যক্তিদের ভিসার আবেদন পর্যালোচনায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আরও খুঁটিয়ে ভিসাপ্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করতে পারবেন। সন্দেহজনক মনে হলেই বাতিল করতে পারবেন ভিসার আবেদনও। শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বিবৃতিতে বলা হয়, মার্কিন দূতাবাস কর্মকর্তারা যদি মনে করেন যে ভ্রমণের প্রাথমিক উদ্দেশ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান এবং সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব অর্জন করা, তাহলে তারা পর্যটন ভিসার আবেদন প্রত্যাখ্যান করবেন। এটি অননুমোদিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলসহ একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট...
যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ কিনলো মার্কিন প্রতিষ্ঠান
রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স জানিয়েছে, তারা টেলিগ্রাফকে আন্তর্জাতিকভাবে বিস্তৃত করার পরিকল্পনা করেছে।
অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী ডানপন্থী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এখন যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স-এর মালিকানায়। আজ শুক্রবার (২৩ মে) এক যৌথ বিবৃতিতে রেডবার্ড ও টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ (টিএমজি) চূড়ান্ত বিক্রির বিষয়টি নিশ্চিত করে। চুক্তির আর্থিক মূল্য ধরা হয়েছে ৫০ কোটি পাউন্ড (৬৭ কোটি ডলার)। বিবৃতিতে জানানো হয়, রেডবার্ড এখন টিএমজির একক নিয়ন্ত্রণকারী মালিক। এর মাধ্যমে ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই সংবাদমাধ্যমের জন্য শুরু হলো উন্নতির নতুন যুগ। দীর্ঘ প্রায় দুই বছর ধরে টেলিগ্রাফ বিক্রির প্রক্রিয়া চলছিল। প্রক্রিয়াটিতে একসময় হস্তক্ষেপ করে যুক্তরাজ্যের আগের রক্ষণশীল সরকার। কারণ হিসেবে তারা উদ্বেগ প্রকাশ করে, সংবাদমাধ্যমটির মালিকানা সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মিডিয়া...
পাকিস্তানের সেনাপ্রধানের সমালোচনায় ইমরান খান
অনলাইন ডেস্ক

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে দেশটির সরকার গত সপ্তাহে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয়। সাম্প্রতিক সময়ে বীরত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেনারেল থেকে ফিল্ড মার্শাল বানানো হয়। যদিও দেশটির সরকারের এই সিদ্ধান্তে নাখোশ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন ফিল্ড মার্শাল আসিম মুনিরকে রাজা উপাধি দিলে ভালো হতো। তার মতে, পাকিস্তানে এখন জঙ্গলের শাসন চলছে। আর জঙ্গলে শুধুমাত্র একজন রাজাই থাকেন। এক্স অ্যাকাউন্টে শুক্রবার (২৩ মে) কারাবন্দি ইমরান খান লিখেছেন, মাশাল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল বানানো হয়েছে। সত্যি বলতে, যদি তাকে ফিল্ড মার্শাল পদ না দিয়ে রাজা উপাধি দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। কারণ এ মুহূর্তে- দেশ জঙ্গলের আইনে চলছে। আর জঙ্গলে, শুধুমাত্র একজন রাজাই থাকেন। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন...