ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডদাবি করেছেমণিপুর রাজ্যের চান্দেল জেলায় গতকাল বুধবার আসাম রাইফেলসের সদস্যদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি তাদের। খবর রয়টার্স ও বিবিসির। এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, বন্দুকযুদ্ধে যারা নিহত হয়েছেন তারা উগ্রপন্থি ছিলেন। যদিও নিহত ব্যক্তিদের সম্পর্কে তাদের পরিবার বা আইনজীবীদের পক্ষ থেকে গণমাধ্যমে এখনো কিছু জানানো হয়নি। এদিকে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ভারত-মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলায় ওই সশস্ত্র উগ্রপন্থিরা যাতায়াত করছে এরকম খবর গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিলো। আসাম রাইফেলসের একটি দল সেখানে অপারেশন শুরু করে। সন্দেহভাজন উগ্রপন্থিরা সেনা সদস্যদের ওপরে...
মিয়ানমার সীমান্তে বন্দুকযুদ্ধে নিহত ১০
অনলাইন ডেস্ক

যে শহরে পরিবারের মধ্যেই শারীরিক সম্পর্ক, প্রজন্মের পর প্রজন্ম ছড়াচ্ছে বিরল রোগ
অনলাইন ডেস্ক

ব্রাজিলের এক অখ্যাত শহর। বাসিন্দার সংখ্যা সাকুল্যে পাঁচ হাজার। সেই শহরের শিশুরা জন্মানোর পর পরই দুর্বল হয়ে পড়ে। শৈশব থেকেই তাদের চোখ অনিচ্ছাকৃতভাবে নড়তে থাকে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। ধীরে ধীরে এই সমস্ত শিশুর জীবন বন্দি হয়ে যায় হুইলচেয়ারে। এমনকি সহজতম কাজেও সাহায্যের প্রয়োজন হয় তাদের। ২০ বছর আগেও এই বিষয়টি নিয়ে মাথা ঘামাননি স্থানীয়েরা। তারা স্বপ্নেও ভাবতে পারেননি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বৈবাহিক প্রথার কারণে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে বিরল এক সংক্রামক ব্যাধি। ব্রাজ়িলের এই ছোট্ট শহরটির শিশুরা স্পোয়ান সিনড্রোমে আক্রান্ত। এটি একটি বিরল বংশগত রোগ। সময়ের সঙ্গে সঙ্গে মানবদেহের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে শরীরকে দুর্বল করে দেয় এই রোগ। উত্তর-পূর্ব ব্রাজ়িলের সেরিনা ডস...
‘আমি এখানে উপস্থিত, এটাই যথেষ্ট পরিষ্কার বার্তা’
অনলাইন ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে নিজে না গিয়ে তুরস্কে পাঠিয়েছেন উপমন্ত্রী ও সহকারী কর্মকর্তাদের একটি দ্বিতীয় সারির দল। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি সাক্ষাৎ এড়িয়ে যাওয়ায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে পুতিনকে তিনি কী বার্তা দিতে চান এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, আমি এখানে উপস্থিত। এটাই যথেষ্ট পরিষ্কার বার্তা। বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কের ইস্তানবুলে এই আলোচনা হওয়ার কথা থাকলেও, রাশিয়া জানায় আলোচনা বিকেলে শুরু হবে; কিন্তু তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও কোনও বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়নি। তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার পাঠানো প্রতিনিধি দলের সদস্যরা শুধু সজ্জাস্বরূপ। তিনি বলেন, রুশ প্রতিনিধি দলের ম্যান্ডেট কী, তা...
ভারতকে নিয়ে ট্রাম্পের দাবিতে চাঞ্চল্য
অনলাইন ডেস্ক

কাতারে এক ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত যুক্তরাষ্ট্রকে শূন্য শুল্কে একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। ট্রাম্প বলেন, ভারত আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে, যেখানে মূলত তারা আমাদের উপর কোনো শুল্ক আরোপ করবে না। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি এবং তাৎক্ষণিকভাবে ভারতের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্পের এই মন্তব্যের পরই ভারতের শেয়ারবাজারে সূচক ১.৫ শতাংশ বেড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছায়। যা মূলত সম্ভাব্য বাণিজ্য চুক্তির আশায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরার ফল। আরও পড়ুন পাকিস্তানে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়াতেই যুদ্ধবিরতি? ১৫ মে, ২০২৫ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেব্রুয়ারিতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর