যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন। আজ শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্র থেকে স্ত্রীসহ হযরত শহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর চট্টগ্রামের মিরসরাই থানায় দায়ের করা এক মামলায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার গিয়াস উদ্দিনকে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। এ বিষয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস বলেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর তারা দেশে ফেরেন। বিমান থেকে নামার পর গিয়াসকে আটক করে মিরসরাই থানায় খবর দেয় ইমিগ্রেশন পুলিশ। news24bd.tv/SHS
যুক্তরাষ্ট্র থেকে ফিরতেই বিমানবন্দরে গ্রেপ্তার নিষিদ্ধ আ. লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি
অনলাইন ডেস্ক

উপদেষ্টা পরিষদে ভারতীয় দোসরদের অপসারণসহ পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান প্লাটফর্মের সংগঠকরা। এসময় উপদেষ্টা আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারকে অপসারণ করে উপদেষ্টস পরিষদ সংস্কারের দাবি জানায় জুলাই ঐক্যের। বিক্ষোভ সমাবেশে প্লাটফর্মের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, এ জুলাইয়ের রক্তের ওপর দিয়ে যারা ক্ষমতায় বসেছিল তারা বিভিন্ন ইস্যুতে দৃশ্যমান কোনো কাজ করেনি। জুলাইয়ের সৈনিকদের বিপদে ঠেলে দিয়ে তোমরা ক্ষমতা ক্ষমতা করো। তিনি আরও বলেন, খুনি হাসিনাকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে ভারতে পালাতে বাধ্য করেছি সেভাবে জুলাইয়ের রক্তের সঙ্গে যারা গাদ্দারি করবে তাদেরকেও আমরা পালাতে বাধ্য করব। এ সময় উপদেষ্টা...
অবরোধ-বিক্ষোভের সঙ্গে বৃষ্টি-জলাবদ্ধতার একাত্মতা প্রকাশ
অনলাইন প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (২২ মে) রাজধানী ঢাকায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একাধিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এরই মধ্যে সকাল থেকেই শুরু হয় ভারী বৃষ্টি। ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ সকাল ১০টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবন, হাইকোর্ট এলাকা, মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় ইশরাক হোসেনের সমর্থকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। একই সময়ে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এদিকে, বিক্ষোভ অবরোধের মধ্যেই টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে রাজধানীর ভাটারা, শাহবাগ, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকাসহ নানা জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এর ফলে...
রাজধানীতে আজ তিন স্থানে বিক্ষোভ-অবরোধ
নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (২২ মে) রাজধানী ঢাকায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একাধিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। আজ সকাল ১০টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবন, হাইকোর্ট এলাকা, মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় ইশরাক হোসেনের সমর্থকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। একই সময়ে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। অন্যদিকে, বিকেল ৪টা ৩০ মিনিটে যাত্রাবাড়ি চৌরাস্তায় নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর