বিশ্বজুড়ে দূষণের তালিকায় দীর্ঘদিন ধরেই উপরের দিকেই অবস্থান ছিল রাজধানী ঢাকার। তবে আজকের দিনটিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নগরবাসী। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আজ শনিবার ঢাকার বাতাস রয়েছে সহনীয় অবস্থানে। একইসাথে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭তম। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা একিউআইর তথ্যমতে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ৮৯। যা মাঝারি বা সহনীয় মানের আওতায় পড়ে। অন্যদিকে দূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার একিউআই স্কোর ছিল ১৯৮, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এরপর রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ১৫৬। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে মিশরের কায়রো এবং চীনের চেংডুউভয় শহরের একিউআই স্কোর ১৫৪। এ ছাড়া পঞ্চম অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার স্কোর ১৪৯, যা সংবেদনশীল...
দূষণ কমেছে ঢাকার বাতাসে, বৈশ্বিক তালিকায় ১৭তম
অনলাইন ডেস্ক

ইশরাকের জন্য আজ ‘লং মার্চ টু সচিবালয়’
অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ শনিবার (১৭ মে) লং মার্চ টু সচিবালয় কর্মসূচি আহ্বান করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা এই কর্মসূচি পালন করবেন বলে গতকাল শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৯টায় কর্মসূচি শুরু হবে। news24bd.tv/MR
রাজধানীর জিগাতলায় শিক্ষার্থী খুন
অনলাইন ডেস্ক

রাজধানীর জিগাতলা ও মোহাম্মদপুরে ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।জিগাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আলভী (২৭) নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২১) নামে আরও এক যুবক আহত হয়েছেন। নিহত আলভি ধানমন্ডির ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের দুজনকেই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। এদিকে এই খুনের বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ রাতের দিকে ওই দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিলো। চিকিৎসক তাদের মধ্যে আলভী নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপরজনের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি...
প্রয়াত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোয়ার আয়োজন
নিজস্ব প্রতিবেদক

হযরত বারাকাহ (রহ.)-এর পুণ্যস্মৃতি নিয়ে প্রতিষ্ঠিত দি বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাবেক বিচারপতি ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার প্রয়াত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের স্মরণে জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে। এতে প্রয়াত বিচারপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. শামসুল আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর