সাভারের হেমায়েতপুরে স্ত্রীকে হত্যার পর ৯৯৯- এ কল করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলা স্বামী সাজ্জাদ হোসেন মানিককে (২১) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সাজ্জাদ হোসেন মানিক নওগাঁ জেলা সদরের আক্কাস আলী মোল্লার ছেলে। তিনি হত্যার উদ্দেশ্যে নওগাঁ থেকে বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাভারে নিয়ে আসেন। নিহত স্ত্রীর নাম রোমানা আক্তার (১৮), তিনি রংপুর জেলার পীরগাছা থানার সোনারায় গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। রাত ২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান। সিপিসি-২, র্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান বলেন, পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেছে সাজ্জাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা...
স্ত্রীকে হত্যার পর ৯৯৯- এ ফোন, সেই যুবক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

রায়ে খুশি হতে পারেননি শিশুটির মা
নিজস্ব প্রতিবেদক

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যার রায় দিয়েছে আদালত। রায়ে হিটু শেখ নামে একজনের মৃত্যুদণ্ড ও তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। তবে এই রায়ে খুশি না বলে জানিয়েছেন শিশুটির মা আয়েশা খাতুন। এদিকে, যাদের খালাস দেয়া হয়েছে রায় পর্যালোচনা করে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগরের বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজী। তিনি বলেন, ঐতিহাসিক এই রায়ের পর ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ আর কেউ করতে সাহস করবে না। আজ শনিবার (১৭ মে) শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখ নামে একজনের মৃত্যুদণ্ড ও তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান।...
মাদারীপুরে আনন্দের পিকনিক হলো বেদনাসিক্ত
মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে সুমন সিপাহী (৩৫) নামে এক যুবক নিঁখোজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ট্রলারে একটি পিকনিকের আয়োজন করা হয়। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারটি ধাক্কা লাগে। এতে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে ট্রলার চালক কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী। এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শনিবার সকালে নিখোঁজ সুমনকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। মাদারীপুর ফায়ার...
মাগুরার সেই শিশু ধর্ষণ-হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড, স্ত্রী ও দুই পুত্র খালাস
অনলাইন ডেস্ক

মাগুরার আলোচিত শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। আজ শনিবার (১৭ মে) সকালে এ রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান। গত ১৩ এপ্রিল আলোচিত মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৯ জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে ১২ কার্যদিবসে শেষ হয় বিচার। জানা গেছে, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল অ্যাভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর