ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকাবাসী ব্যানারে আন্দোলনরত নাগরিকেরা। শনিবার সকাল থেকেই নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তারা। এর আগে শুক্রবার এক ঘোষণায় তারা বলেন, আজ সকাল ১০টায় নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন। পূর্বঘোষণা অনুযায়ী, সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। বেলা ১১টার পর তারা নগর ভবনের ভেতরে অবস্থান নেন। আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি থেকে নানা স্লোগান দেওয়া হয়। বৃহস্পতিবার (১৫ মে) সকালে নির্ধারিত সময়ের আগেই স্লোগান দিতে দিতে নগর ভবনের সামনে আসেন দলীয় নেতাকর্মীসহ দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ মানুষ। তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত মেয়র পদে আসিন না হবে ততক্ষণ পর্যন্তই...
নগর ভবনের সামনে আজও বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

ইশরাকের জন্য আজ ‘লং মার্চ টু সচিবালয়’
অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ শনিবার (১৭ মে) লং মার্চ টু সচিবালয় কর্মসূচি আহ্বান করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা এই কর্মসূচি পালন করবেন বলে গতকাল শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৯টায় কর্মসূচি শুরু হবে। news24bd.tv/MR
শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
অনলাইন ডেস্ক

ঢাকা যানজটের শহর। রাজধানী ঢাকার বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই শনিবার (১৭ মে) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুল। যেসব মার্কেট বন্ধ থাকবে...
রাজধানীর জিগাতলায় শিক্ষার্থী খুন
অনলাইন ডেস্ক

রাজধানীর জিগাতলা ও মোহাম্মদপুরে ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।জিগাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আলভী (২৭) নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২১) নামে আরও এক যুবক আহত হয়েছেন। নিহত আলভি ধানমন্ডির ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের দুজনকেই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। এদিকে এই খুনের বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ রাতের দিকে ওই দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিলো। চিকিৎসক তাদের মধ্যে আলভী নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপরজনের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর