প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনীত অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে যুক্তরাজ্যে সরকারি সফরে থাকা ড. ইউনূস আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যেকোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আইনানুগভাবে আদালতেই মোকাবিলা করা উচিত। তিনি বলেন, যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত। তিনি আরও বলেন, আমি তার সঙ্গে কথা বলিনি। আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবেই হওয়া উচিত। এখানে আমার জড়িত হওয়া উচিত নয়। দুদক অভিযোগ করেছে, টিউলিপ...
টিউলিপের আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়া উচিত: আইটিভিকে ড. ইউনূস
অনলাইন ডেস্ক

পদ্মা সেতুতে বাস-প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুতে বাস, প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে যাত্রীবাহী বাসের চালকসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। যদিও তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, সেতুর ২ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস, একটি প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ ঘটে। ইমাদ পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিলো। সংঘর্ষে ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক ছাড়াও আরও ২ যাত্রী মারা যান। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। news24bd.tv/SC
যুক্তরাজ্য সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটটি শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সাংবাদিকদের জানান, এই যুক্তরাজ্য সফরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়েছে, যার একটি অংশ যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। এ বিষয়ে ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করছেন...
একটা ছবি সব পাল্টে দিলো!
অনলাইন ডেস্ক

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। এই বৈঠক শুধুমাত্র একটি বৈঠকই নয় বরং এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন বাংলাদেশের রাজনীতি এক কঠিন এবং চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিট) বৈঠকটি শেষ হয়। সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেছেন। এসময় প্রভাবশালী এই দুই নেতা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশজুড়ে এই ছবি এক অনন্য মাত্রা যোগ করেছে রাজনৈতিক অঙ্গণ থেকে শুরু করে সর্বস্তরে। এই ঘটনাকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর