জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা আরও এক ঘণ্টা বাড়িয়ে আগামীকাল রোববার (১৮ মে) ৬ ঘণ্টা কলম বিরতির ঘোষণা দিয়েছেন । ওই দিন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে দুপুর ১২টায়। আজ শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কলম বিরতি পালনের পর সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- এনবিআরের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান, উপ কমিশনার নিপুণ চাকমা প্রমুখ। আসাদুজ্জামান বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি হলো আগামীকাল রোববার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। তিনি আরও বলেন, আগামীকালের প্রেস ব্রিফিং দুপুর ১২টায় অনুষ্ঠিত...
রোববার কলম বিরতিতে যাবেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা: আইএসপিআর
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে এর আগে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। এবার ঢাকা সেনানিবাস ঘিরে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার (১৮ মে) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আজ শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল ১৮ মে (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেটসংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভারসংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন...
২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক

২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ধরা হয় ৮৬ হাজার কোটি টাকা। জিওবি বা সরকারি তহবিল থেকে রয়েছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। এবার এডিপি কমছে ৩৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অবশ্য পরে তা কমিয়ে আনা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সভায় অনুমোদিত আগামী এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে স্থানীয় উৎস থেকে জোগান দেওয়া হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। আর প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ৮৬ হাজার কোটি টাকা। আগামী এডিপিতে ১ হাজার ১৪২টি প্রকল্প। এবার অন্যবারের মতো আগামীবারও পরিবহন ও যাতায়াত এবং বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য খাতকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। চলতি মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী এডিপি পাস হবে। এতে...
‘ইন্টারনেটের দাম নিয়ে সুখবর আসছে, দু-এক মাসেই কার্যকর’
নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেট ব্যবহারে জনগণের সক্ষমতা বাড়াতে মূল্য আরও কমানো এবং সেবার মান উন্নয়নে কাজ করছে সরকার। আগামী দুই এক মাসের মধ্যেই গ্রাহকরা এর সুফল পাবে, জানিয়েছেন আন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৭ মে) রাজধানীর বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইন্টারনেটের দাম কীভাবে আরও কমানো যায়, জনগণের ব্যবহার উপযোগী করা যায়, সেটি নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে আইআইজি (IIG) এবং এনটিটিএন (NTTN) পর্যায়ে ইন্টারনেটের দাম কমানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের প্রতিফলন আগামী দুই এক মাসের মধ্যেই গ্রাহকের খরচে দেখা যাবে। ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশে বন্যা ও ঝড়ের সময় মোবাইল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর