বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার আয়োজনে অসহিষ্ণু সমাজ এবং আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও কমিটি গঠন বিষয়ে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নগরীর গাজীপুর আইডিয়াল কলেজে আজ শনিবার সকালে এ গুরুত্বপূর্ণ আয়োজনে সমাজে দিন দিন বাড়তে থাকা অসহিষ্ণুতা, সামাজিক অবক্ষয় এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরান। তিনি বলেন, অসহিষ্ণুতা আজ আমাদের সমাজের গভীরে প্রবেশ করেছে। ছোট একটি মতবিরোধ এখন বিশাল সংঘর্ষে রূপ নেয়। এ থেকে মুক্তির একমাত্র উপায় হলো মানবিক মূল্যবোধ, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা। শুভসংঘের তরুণ সদস্যদের এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বলেন, যে সমাজে সহানুভূতি, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতা থাকবে না, সে সমাজ...
অসহিষ্ণু সমাজ এবং আমাদের করণীয়: গাজীপুরে শুভসংঘের আলোচনা সভা
মো. ইমরান হোসেন
অনলাইন ডেস্ক

পাথরঘাটায় ১৫ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

উপকূলীয় জনপদ বরগুনার পাথরঘাটা উপজেলায় অসচ্ছল, বিধবা ও স্বামী পরিত্যক্তা ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। তিন মাসের প্রশিক্ষণ শেষে তাদের এই সেলাই মেশিন উপহার দেওয়া হয়। সেলাই মেশিন পেয়ে অনুভূতি প্রকাশ করার সময় অনেকেই আবেগে কেঁদে ফেলেন। আজ শুক্রবার (১৬ মে) সকালে পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে আসা এসব নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে মেশিন তুলে দেওয়া হয়। পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘের পাথরঘাটা উপজেলার কমিটির উপদেষ্টা মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘের পাথরঘাটা উপজেলার...
পাবনায় প্রতিবন্ধী মালেকের পাশে বসুন্ধরা শুভসংঘ
পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর পূর্বপাড়ার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী আব্দুল মালেক সরদারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। আজ শুক্রবার (১৬ মে) দুপুরে মালেককে তার মুদিখানা দোকানের জন্য মালামাল প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আকবর রাজু, কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি রাজিব জোয়ার্দার, বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মিঠুন মিয়া, হৃদয় প্রামাণিকসহ স্থানীয় ব্যক্তিবর্গ। আব্দুল মালেক সরদার (৪৩) মথুরাপুর গ্রামের সেকেন্দার সরদারের ছেলে। মালেকের বাবা সেকেন্দার সরদার জানান, ২২ বছর বয়সে ট্রাকের মালামালের...
পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা শাখা। শুক্রবার (১৬ মে) রংপুর নগরীর শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল, শিবরামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফুলের গাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুল খালেক সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মো. আনিসুর রহমান আনিস। আরও বক্তব্য দেন শিক্ষক মো. গোলাম রব্বানী, মো....