ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়েহুঁশিয়ারি দিয়েবলেছেন, তিনি শান্তির কথা বলে মিথ্যা বলছেন। শনিবার (১৭ মে) তেহরানে এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খামেনি বলেন, শান্তির কথা বললেও যুক্তরাষ্ট্র তার শক্তি ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে ১০ টন ওজনের বোমা সরবরাহ করছে, এগুলো গাজার শিশুদের ওপর ফেলা হচ্ছে। এর আগে শুক্রবার ট্রাম্প আকাশপথে আরব আমিরাত ছাড়ার পর সাংবাদিকদের বলেন, ইরানকে মার্কিন প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে খারাপ কিছু ঘটবে। এই প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, একদিকে ট্রাম্প শান্তির কথা বলেন, অন্যদিকে হুমকি দেন আধুনিক ধ্বংসাস্ত্র দিয়ে। তাহলে আমরা কোন কথায় বিশ্বাস করব? তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে হুমকিরও ভয়...
মার্কিন প্রস্তাবের জবাবে ট্রাম্পকে খামেনির কড়া হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক

পাকিস্তানিদের ‘বুদ্ধিমান’ বলে ট্রাম্পের প্রশংসা, জানালেন নেপথ্য গল্পও
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানিদের অত্যন্ত বুদ্ধিমান মানুষ হিসেবে বর্ণনা করেছেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। একইসঙ্গে, তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে প্রায়-পরমাণু যুদ্ধ প্রতিরোধে নিজের কৃতিত্ব দাবি করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে ওই সাক্ষাৎকারটি তুলে ধরেন। ট্রাম্প বলেন, তার হস্তক্ষেপের কারণেই এই দুটি পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছে, যখন সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছিল। তিনি বলেন, আমার মনে হয় ওটা ছিল এক প্রকার পারমাণবিক যুদ্ধ, অথবা খুব কাছাকাছি কিছু। তবে এখন সবাই খুশি। তিনি বলেন, মিসাইল ছোড়া হচ্ছিল, পাল্টা হামলা চলছিল এবং উভয় পক্ষ দ্রুত উত্তেজনা বাড়াচ্ছিল।...
কমোডে বিস্ফোরণ!
অনলাইন ডেস্ক

সচরাচর বোমা বিস্ফোরণ কিংবা কোনো ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণের খবর শোনা গেলেও এবার এক অদ্ভুত বিস্ফোরণ ঘটেছে ভারতের নয়ডায়। আশু প্রধান নামের এক তরুণ কমোডে বসার পরই প্রবল শব্দে তা বিস্ফোরিত হয়। এই ঘটনায় ওই তরুণের শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গেছে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানা গেছে। যদিও বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়েছে। আশুর বাবা সুনীল প্রধান সংবাদমাধ্যমে জানান, দুর্ঘটনার সময় আশু মোবাইল বা কোনও রকম বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করছিলেন না। তাই সেই ধরনের কোনও বস্তু থেকে দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তরুণের বাবা। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, বাড়িতে কোনও বৈদ্যুতিক সমস্যা ছিল না, যার কারণে বিস্ফোরণের ঘটার আশঙ্কা রয়েছে। বাড়ির শীতাতপ যন্ত্র এবং অন্য সমস্ত যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছিলো। বিস্ফোরণের সবচেয়ে...
সিরিয়ার প্রেসিডেন্টকে গুপ্তহত্যার পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কিছু মহলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে গুপ্তহত্যার বিকল্প নিয়ে আলোচনা হচ্ছিলো এমন বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন মার্কিন সিনেটর জিন শাহিন। তিনি জানান, এই ষড়যন্ত্রের বিষয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন জর্ডানের বাদশাহ। গত বৃহস্পতিবার এক সিনেট শুনানিতে ডেমোক্রেটিক সিনেটর জিন শাহিন বলেন, আমি উদ্বিগ্ন কিছু গুঞ্জন নিয়ে, যা শুনেছি প্রশাসনের কিছু পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট মহলে। যেখানে একটি বিকল্প হিসেবে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে গুপ্তহত্যার প্রস্তাব দেওয়া হয়েছিল। শাহিন বলেন, এই পরিকল্পনার বিষয়ে জর্ডানের বাদশাহ অবগত হন এবং তিনি যুক্তরাষ্ট্রকে এর বিরুদ্ধে সতর্ক করেন। তিনি আরও বলেন, বাদশাহ আব্দুল্লাহ আমাদের বলেছিলেন, এই ধরনের নেতৃত্ব পরিবর্তন সিরিয়ায় পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের জন্ম দিতে পারে। আর সেটা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর