রাজধানীর মতিঝিলে শাহাজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানাতে পারেনি তিনি। news24bd.tv/তৌহিদ
মতিঝিলের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক

সন্তান জন্মদানের আশ্বাসসহ ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ শুনিয়ে হরিলুট!
নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া কবুলের অলৌকিক গল্প নামে একটি গ্রুপে চোখ পড়ে আফরোজা হোসেন নামে এক নারীর। সেখানে পোস্ট করা হয়, তদবির রুকাইয়া অনেকের সমস্যার সমাধান করেছে! কৌতূহলী আফরোজা মেসেঞ্জারে যোগাযোগ করলেন পোস্টদাতার সঙ্গে। সেই নারী তাকে বললেন, আমার তাহকিয়া খুব কাজ করে! এরপর তাহকিয়া (Tahqiya) নামে আরেকটি ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করতে বলেন। মূলত তখন শুরু হয় প্রতারণার আসল খেলা। আফরোজাকে ফেসবুক মেসেঞ্জারে জানানো হয়, আপনার সন্তান হবে, শুধু কিছু নিয়ম মানলেই হবে। তারপর চাওয়া হলো ৬ হাজার ১০০ টাকা বিকাশে পাঠাতে। পাঠিয়েও দিলেন আফরোজা। এরপর জানানো হয়, আরও কাজ করতে হবে। আপনার ব্যবহৃত জামা, সাবান, তেল আর ২৫ ভরি স্বর্ণ পাঠান! আমরা সব ঝাড়ফুঁক দিয়ে ফেরত দেব। আফরোজা সরল বিশ্বাসে এস এ পরিবহনের মাধ্যমে সব পাঠিয়ে দিলেন। তিন দিনের মাথায় মেসেঞ্জারে Seen উঠে গেল, তারপর...
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুরে বিদেশে যাওয়ার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী) কাজী মো. তারেক আজিজ বলেন, বিদেশে যাওয়ার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, তাকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে। হাটহাজারীতে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে চট্টগ্রাম আনা হবে।...
মতিঝিলে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর চার ইউনিট। আজ শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমের কাছে এরই মধ্যে অগ্নিকাণ্ডের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর ২১ মতিঝিল শাহজালাল ইসলামী ব্যাংকের পার্শ্ববর্তী তিন তলা একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। আরও পড়ুন আচমকা ফারাক্কা বাঁধে সামরিক মহড়া চালাল ভারত ১৭ মে, ২০২৫ উল্লেখ্য, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর