রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস নেওয়ার ১৪ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শান্তি (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মৃত দেহটি শাহবাগ থানা পুলিশের হেফাজতে আছে। নিহত শান্তি গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের বাসিন্দা শরিফ মণ্ডলের মেয়ে। থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ২ মে শুক্রবার সকাল ৭ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ দৌলতদিয়া গ্রামে শরিফ মণ্ডলের মেয়ে শান্তি (১৩) তার ছোট ভাই ৫ বছর বয়সী শাহাদতের সাথে দুষ্টুমি করার সময় মায়ের হাতে বকা খেয়ে অভিমান করে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পরে। বিষয়টি শান্তির মা...
মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস, ১৪ দিন পর মেয়ের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি

নেত্রকোণায় বগি রেখেই চলে গেছে ট্রেনের ইঞ্জিন
অনলাইন ডেস্ক
ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে সংযোগ হুক ভেঙে বগি রেখেই ইঞ্জিন চলে গেছে অন্য স্টেশনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নেত্রকোণার শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার পর চল্লিশা এলাকায় এই ঘটনা ঘটে। পরে ইঞ্জিনটি একটি বগিসহ নেত্রকোণা স্টেশনে গিয়ে পৌছায়। নেত্রকোণা রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শ্যামগঞ্জ স্টেশনে এসে পৌঁছে। যাত্রাবিরতি শেষে ছাড়ার কয়েক মিনিটে চল্লিশা এলাকায় আসার পর বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে একটি বগিসহ ইঞ্জিনটি নেত্রকোণা বড় স্টেশনে চলে আসে। আর বাকি বগিগুলো চল্লিশা রেল সেতুর ওপর থেকে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।...
পদ্মার জেগে ওঠা চরে অজ্ঞাত ব্যক্তির লাশ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। শনিবার (১৭ মে) সন্ধ্যায় ৫ নম্বর ফেরিঘাটের বিপরীত (পশ্চিম) পাশে নদীর জেগে ওঠা চরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি অজ্ঞাত এক যুবকের। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।...
অনিয়ন্ত্রিত জীবনযাপনের ভিডিও ভাইরাল, চট্টগ্রামে নারী সমন্বয়ককে অব্যাহতি
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে দলটির মহানগর সংগঠক শাহরিয়ার সিকদারকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১৭ মে) সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সই করা পৃথক দুটি আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একটি আদেশে বলা হয়, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর