ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে সংযোগ হুক ভেঙে বগি রেখেই ইঞ্জিন চলে গেছে অন্য স্টেশনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নেত্রকোণার শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার পর চল্লিশা এলাকায় এই ঘটনা ঘটে। পরে ইঞ্জিনটি একটি বগিসহ নেত্রকোণা স্টেশনে গিয়ে পৌছায়। নেত্রকোণা রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শ্যামগঞ্জ স্টেশনে এসে পৌঁছে। যাত্রাবিরতি শেষে ছাড়ার কয়েক মিনিটে চল্লিশা এলাকায় আসার পর বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে একটি বগিসহ ইঞ্জিনটি নেত্রকোণা বড় স্টেশনে চলে আসে। আর বাকি বগিগুলো চল্লিশা রেল সেতুর ওপর থেকে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।...
নেত্রকোণায় বগি রেখেই চলে গেছে ট্রেনের ইঞ্জিন
অনলাইন ডেস্ক

পদ্মার জেগে ওঠা চরে অজ্ঞাত ব্যক্তির লাশ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। শনিবার (১৭ মে) সন্ধ্যায় ৫ নম্বর ফেরিঘাটের বিপরীত (পশ্চিম) পাশে নদীর জেগে ওঠা চরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি অজ্ঞাত এক যুবকের। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।...
শেরপুরে ধানখেতে বার্মিজ প্রজাতির অজগর
শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ধানখেত থেকে বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে আজ ১৭ মে শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গহীন বনে সেটিকে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান। বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামের একটি ধানখেতে একটি অজগর সাপ দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন স্থানীয়রা। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটিকে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গভীর বনে নিরাপদভাবে অবমুক্ত করা হয়। বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান বলেন, খবর পাওয়ার পরপরই রাংটিয়া রেঞ্জের অধীনস্থ বন বিভাগের একদল কর্মী দ্রুত ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামে...
অনিয়ন্ত্রিত জীবনযাপনের ভিডিও ভাইরাল, চট্টগ্রামে নারী সমন্বয়ককে অব্যাহতি
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে দলটির মহানগর সংগঠক শাহরিয়ার সিকদারকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১৭ মে) সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সই করা পৃথক দুটি আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একটি আদেশে বলা হয়, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর