নির্মাতা রায়হান রাফী বরাবরই পর্দায় তার স্বতন্ত্র বৈশিষ্ট প্রকাশ করতে সচেষ্ট থাকেন। আসন্ন ঈদের ছবি তাণ্ডবেও সেটা করতে চেয়েছিলেন। কিন্তু সেটা নিয়ে যে বিপাকে পড়তে হবে কে জানতো। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশ উচ্চ পর্যায়ে। ছবিটির শুটিং এখনো সম্পন্ন হয়নি। কিছু কাজ বাকি রয়েছে। কিন্তু শুটিং শেষ করতে চাইছিলেন না শাকিব খান। কেননা শাকিবকে না জানিয়েই এই ছবিতে ক্যামিও হিসেবে আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। ফলে শাকিব খান কোনো ভাবেই তার ছবিতে আফরান নিশোকে রাখতে চান না। জানা যায়, শাকিব খানকে না জানিয়ে তাণ্ডব সিনেমায় ক্যামিও দেওয়ার জন্য আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া শাকিব ক্ষুব্ধ। তাই তিনি সিনেমার শুটিং বাকি রাখেন। যতক্ষণ পর্যন্ত নির্মাতা আফরান নিশোর ক্যামিও অংশ...
অবশেষে মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো
অনলাইন ডেস্ক

মুখে কালি মাখিয়ে কমল হাসানকে নিষিদ্ধের হুমকি
অনলাইন ডেস্ক

দক্ষিণী সুপারস্টারদের মধ্যে অন্যতম কমল হাসান। সেখানকার জনসাধারণ মাথায় করে রাখেন অভিএন্তাকে। তবে এবার যেন মাটির দেবতা ধূলায় গড়াগড়ি খাচ্ছেন। মুখে কালি মাখিয়ে কমলকে নিষিদ্ধের হুমকি দিয়েছেন কর্ণাটকবাসী। হঠাৎ কন্নড়ের লোকজন কেন এত চটলেন কমলের ওপর? প্রশ্ন জাগা স্বাভাবিক। সম্প্রতি এক অনুষ্ঠানে কমল মন্তব্য করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। কন্নড়বাসীকে খেপিয়ে তুলতে এটুকুই যথেষ্ট ছিল। খবর ভারতীয় সংবাদমাধ্যমের। ঠগ লাইফ ইন চেন্নাই ছবির অনুষ্ঠানে কমলের সঙ্গে ছিলেন কন্নড় অভিনেতা শিবাজীকুমারও। তাকে উদ্দেশ্য করে কমল বলেন, তামিল হলো আমার জীবন ও আমার পরিবার। আর অভিনেতা শিবাজীকুমার অন্য রাজ্যে থাকা আমার পরিবারের আর এক অংশ। তাই আজ তিনি এসেছেন। আর সেই জন্যই শুরুতে বললাম, তামিল ভাষা আমার পরিবার ও জীবন। আর আপনার (শিবাজীকুমার) ভাষা তামিল থেকেই জন্ম...
অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধে বিরক্ত শাকিব খান
অনলাইন ডেস্ক

ঢালিউডের কিং কয়দিন পর পরই সংবাদের শিরোনাম হন। কখনো নিজের সিনেমার জন্য আবার কখনো অভিনেতার অতীতের জন্য। ভালোবেসেই অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। সেই সংসারে এক সন্তান রয়েছে। অপুর সঙ্গে ছাড়াছাড়ি, ফের নতুন সম্পর্ক আরেক নায়িকা শবনম বুবলীর সঙ্গে। এসব পুরোনো কাহিনী ভক্ত অনুরাগীদের জানা। শাকিবকে ঘিরে কয়দিন পর পর ভার্চুয়াল যুদ্ধে নামেন অপু-বুবলী। তারা মাঝেমধ্যেই শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন। দুজনের পোস্ট থেকে একটা জিনিস প্রকাশিত হতে থাকে যে দুজনই শাকিবের কাছাকাছি রয়েছেন। গতকাল মঙ্গলবার অপু বিশ্বাস-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছে। তাদের যুদ্ধটা মূলত কে শাকিব খানের কতো কাছে তা প্রমাণ করা নিয়ে। আদতে তা কতোটা সত্য? এদিন দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে ছবিতে দেখা গেছে, শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্তে...
মালয়ালম অভিনেত্রী মামিতাকে কতটা জানেন
অনলাইন ডেস্ক

মালয়ালম অভিনেত্রী মামিতা বাইজু।প্রেমালু সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন। গত বছরের ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় রেণু নামে এক তরুণীর চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ২২ বছর বয়সী মামিতা। কেরালার গণ্ডি পেরিয়ে ভারতজুড়ে মামিতার পরিচিতি ছড়িয়ে পড়েছে। ছবিটি বাংলাদেশের দর্শকের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। ২০১৭ সালে সারভোপারি পালাক্কারান সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখান মামিতা। এরপর অপারেশন জাভা, খো খো, সুপার শারায়ানাসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সেভাবে পরিচিতি ছিল না তার। প্রেমালু মুক্তির পর রাতারাতি মামিতার ক্যারিয়ারের বাঁকবদল ঘটেছে। একের পর এক সিনেমার প্রস্তাব পান তিনি। এই তরুণ অভিনেত্রীর জন্ম ও বেড়ে ওঠা কেরালার কিদানগুরে। কোচির একটি কলেজে মনোবিজ্ঞানে পড়াশোনা করছেন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর