বৃহস্পতিকে পেছনে ফেলল শনি

অনলাইন ডেস্ক

সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনির চারপাশে এবার নতুন আরও ২০টি উপগ্রহের সন্ধান পেলো বিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার এসব চাঁদ আবিষ্কারের তথ্য দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পাঁচ কিলোমিটার ব্যাসের নতুন এই উপগ্রহগুলো আবিষ্কারের ফলে শনির মোট উপগ্রহের সংখ্যা দাঁড়ালো ৮২তে। এর মাধ্যমে ৭৯টি উপগ্রহের মালিক বৃহস্পতিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি চাঁদের গ্রহ হিসেবে আত্মপ্রকাশ করলো শনি।

 

যুক্তরাষ্ট্রের কার্নেজি ইনস্টিটিউট ফর সায়েন্সের বিজ্ঞানী স্কট শেফার্ড জানান, হাওয়াইয়ের সুবারু টেলিস্কোপ ব্যাবহার করেই নতুন উপগ্রহগুলোর সন্ধান পেয়েছেন তারা। এখনও গ্রহটির চারিদিকে আরও একশোটি ক্ষুদ্রাকারের উপগ্রহ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ ব্যাবহারের মাধ্যমে সেগুলো আবিষ্কার সম্ভব হতে পারে বলে মন্তব্য করেছেন শেপার্ড।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)