ভবনের ভেতর দিয়ে হাইভোল্টেজের বিদ্যুতের লাইন

ভবনের ভেতর দিয়ে হাইভোল্টেজের বিদ্যুতের লাইন

অনলাইন ডেস্ক

চাঁদপুরে একটি নবনির্মিত ভবনের ভেতর দিয়ে বয়ে গেছে হাইভোল্টেজ বিদ্যুতের লাইন। এটিকে ‘মরণ ফাঁদ’ বললেও বোধ হয় কম বলা হবে। এ যেন ভয়াবহ দুর্ঘটনা আর মৃত্যুকে স্বেচ্ছায় আহ্বান করা।

চলমান হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের তার রুমের ভেতর বহাল রেখেই ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানঘাট জিটি রোড এলাকায়।

তিন তলাবিশিষ্ট ভবনটি তৈরি করেন সৌদি আরব প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী মাসুদা বেগম। পৌরসভার অনুমোদনকৃত ভবন তৈরির নকশা অমান্য করে আড়াই শতক জমির ওপর তিন তলাবিশিষ্ট এই ভবন তৈরি করা হয়।

ভবনের দ্বিতীয় তলার মাঝখান দিয়ে দুই পাশের দেয়ালের কিছু ইট সরিয়ে বিদ্যুতের হাইভোল্টেজের তার রুমের ভেতর দিয়ে নেয়া হয়। কয়েকদিন  আগে সম্পন্ন হয় ঝুঁকিপূর্ণ এই ভবন নির্মাণ কাজ।

ভবন মালিক মাসুদা বেগম জানান, স্বামী দেশের বাইরে থাকায় ভবন নির্মাণে তদারকি করতে না পারায় ঠিকাদার এভাবে ঝুঁকি নিয়ে ভবনটি নির্মাণ করেছেন। যা করা ঠিক হয়নি।