বিয়ের আসরে জামাইকে একে-৪৭ উপহার

বিয়ের আসরে জামাইকে একে-৪৭ উপহার

অনলাইন ডেস্ক

বিয়ের আসরে সেজেগুজে বসে রয়েছে নবদম্পতি। জমকালো বিয়ে বাড়িতে অতিথিরা আসছেন। দেখা করছেন আর নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার। কেউ দোয়া করছেন আবার কেউ শুভেচ্ছা জানাচ্ছেন।

তবে এর মধ্যেই ঘটল অবাক করার মতো ঘটনা। বরের হাতে তুলে দেয়া হল একে৪৭। তবে কাউকে খুন-হত্যা করতে নয়।

বিয়ের উপহারস্বরূপ বরের হাতে এটা তুলে দেয়া হয়।

ঘটনাটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।


আরও পড়ুন:

নাখোশ হয়ে সুপারস্টার বিজয়কে ছবি থেকে বাদ দিলেন আমির খান

করোনার দিনে প্রতিরোধের দেওয়াল তৈরি করুন শরীরে

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

স্ত্রীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দিল স্বামী!


যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টার পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম নিউজ২৪এইচডি-কে উদ্ধৃত করে জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভিডিওতে দেখা গেছে, হাতে রাইফেল পেয়ে জামাইও বেশ খুশি। পরে ছবির জন্য পোজও দিয়েছেন তারা। পাশেই কনেকে দেখা যাচ্ছে মায়ের এই উপহার দেওয়ার সময় মিটিমিটি হাসছেন।

টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন আদিল আহসান নামের এক ব্যক্তি। তার পরিচিতি অংশে দেওয়া তথ্য অনুযায়ী তিনি পাকিস্তানের করাচিতে বসবাসরত একজন সাংবাদিক। কাজ করেন সামা টিভিতে।

এই ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ একে স্বাভাবিক হিসেবে দেখলেও অনেকেই বলছেন, এটা পাকিস্তানি সংস্কৃতির সঙ্গে যায় না।  

news24bd.tv নাজিম