যেভাবে ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাকহেডস দূর করবেন

যেভাবে ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাকহেডস দূর করবেন

অনলাইন ডেস্ক

ব্লাকহেডস। নামটির সাথে অনেকেই পরিচিত। আবার অনেকেই হয়তোবা জানেন না এই ব্লাকহেড সম্পর্কে। তবে কম বেশি সবারই আছে এটি।

আসলে ব্লাকহেড কি? ব্লাকহেড নাকের ডগায় জেগে ওঠে কালো ছোট ছোট স্পট।

শীত কিংবা গরম সবসময়ই নাকের ডগায় এই কালো স্পট দেখা যায়। যা চেহারার ওপর মোটেও ভাল প্রভাব ফেলে না। এতে দেখতে খারাপ লাগে।

আর বেশি দিন হয়ে গেলে এটিকে পুরোপুরি সরানোটাও অনেক কঠিন হয়ে পরে। কারো কারো ক্ষেত্রে প্রায় অসম্ভবও বটে। তবে ঘরোয়া কিছু নিয়ম মেনে চললে এটি দূর করা সহজ। যা ঘরে বসেই করা যায়।

ঘরে এমন কিছু পণ্য আছে যেটা দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর সেটা হচ্ছে টুথপেস্ট।


আরও পড়ুন: পেক্ষাগৃহে সিয়াম-পরীমনির বিশ্বসুন্দরী


টুথপেস্ট আমাদের সবারই ঘরে থাকে, যা সাধারণত দাঁতের যত্নে ব্যবহার হয়। তবে মজার বিষয় হলো, এর ব্যাবহার শুধুই দাঁতের মাঝে সীমাবদ্ধ নয়। আমরা এই টুথপেস্ট ব্যাবহার করেই মুক্তি পেতে পারবো নাকের উপরে থাকা অবাঞ্ছিত দাগ থেকে।

আঙ্গুলের মাথায় একটু টুথপেস্ট এর সাথে এক চিমটি লবণ মিলিয়ে নিন। এরপর মিশ্রণটি নাকের ওপর ভাল করে মেখে আলতোভাবে কিছুক্ষণ ঘষলেই ধীরে ধীরে উঠে যাবে ব্ল্যাকহেডস। তবে একদিন পর পর করে টানা সাত দিন এই পদ্ধতি অনুসরণ করলেই ভাল ফল পাওয়া সম্ভব।

news24bd.tv আহমেদ