ঢাকায় লক্কর ঝক্কর বাসের সমারোহ

ঢাকায় লক্কর ঝক্কর বাসের সমারোহ

প্লাবন রহমান

রাজধানীতে এখনও চলছে লক্কড়-ঝক্কড় বাসেই চলছে যাত্রী পরিবহণ। অধিকাংশের উঠে গেছে রং, নেই লুকিং গ্লাস। পেছনের গ্লাসও ভাঙা, ধুলা-ময়লা যেন নিত্যসঙ্গী আসনগুলোর। যাত্রীরা বলছেন-দেশের রাজধানী শহরে কোনভাবেই চলতে পারে না এসব বাস।

 

দ্রুত রং-চটা, ভাঙাচোরা বাসের ব্যাপারে উদ্যোগ চান বিশেষজ্ঞরা। তবে-শিগগির এর  সমাধান হচ্ছে না। বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের বাস্তবায়ন না হলে এসব বাস চলবে বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা।  

রং-চটা, ভাঙা চোরা নানা বাসেই চলে আসছে রাজধানীর যাত্রী পরিবহণ।

বিভিন্ন সময়ে এসব বাস নিয়ে আলোচনা-সমালোচনা হলেও- রাস্তা থেকে সে সব বাস সরেনি।

news24bd.tv

রাজধানীর বাড্ডা রুটের এসব ছবিই জানান দিচ্ছে-অধিকাংশ বাসেরই নেই লুকিং গ্লাস। ভেঙে গেছে বিভিন্ন অংশ। উঠে গেছে বাসের রং। দীর্ঘদিন ধরে নষ্ট লাইট শেষ পর্যন্ত হয়ে গেছে পরিত্যাক্ত। তারপরও-রাজধানীর রাস্তায় দাপটের সঙ্গে চলছে লক্কর ঝক্কড় বাস। ব্যবস্থাও নেই পুলিশের।


ফের মামলার মুখোমুখি ফেসবুক

আল্লামা শফীকে হত্যার অভিযোগ, মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

অসাধারণ মানুষটা তার শেকড়টা চিনুক


শুধু একটি রুটেই নয়। রাজধানীর ২৯০ টির বেশি রুটে চলা প্রায় ৬ হাজার বাসের বেশিরভাগই রং-চটা। অনেক বাসের মেয়াদ শেষ হলেও বন্ধ হয়নি যাত্রী পরিবহণ।   

তবে গণপরিবহণ নেতা খন্দকার এনায়েত উল্লাহ বলছেন- চলমান বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রাম বাস্তবায়িত হলে ঢাকার রাস্তায় থাকবে না ভাঙা চোরা বাস। অবশ্য এ বিষয়ে ভিন্ন মত রয়েছে গণপরিবহণ বিশেষজ্ঞ শামসুল হকের।  
  
তথ্য বলছে - বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রাম বাস্তবায়নে সময় লাগবে আরো অন্ত:ত দু-বছর। এজন্য ভাঙাচোরা-নোংরা এসব বাসই আরো কিছুদিন ভরসা হয়ে থাকছে রাজধানীবাসীর।