বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ফাইনাল: বোলিংয়ে চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ফাইনাল: বোলিংয়ে চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফাইনালে মুখোমুখি জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।

আজ শুক্রবার জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রামের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতেছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

news24bd.tv

চলতি টুর্নামেন্টের সবচেয়ে ছন্দশীল চট্টগ্রাম। জয় দিয়ে শুরু করা চট্টগ্রাম লিগ পর্বে আট ম্যাচের সাতটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে থেকে নকআউট পর্ব নিশ্চিত করে। লিগ পর্বে দুই দেখায় দুবারই খুলনাকে হারায় চট্টগ্রাম।

তবে প্রথম কোয়ালিফায়ারে এই চট্টগ্রামকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করে জেমকন খুলনা।

তারকাবহুল দল খুলনা শুরুটা আশা জাগানিয়া করলেও মাঝে ছন্দ হারিয়েছে বারবার। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। প্রথম দল হিসেবেই ফাইনাল নিশ্চিত করে মাহমুদউল্লাহর দল। সব পরিসংখ্যান পেছনে ফেলে আজ দুই দলেরই প্রত্যাশা শিরোপা নিজেদের করে নেওয়া।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে পাচ্ছে না খুলনা। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন দেশসেরা এই অলরাউন্ডার।


সেনাবাহিনী থেকে খালেদা জিয়াকে চিঠি

এবার ট্রাম্পের চোখ ৬ জানুয়ারির দিকে

কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

দুই ভাই জেলা প্রশাসক, এক বোন এএসপি


নিউজ টোয়েন্টিফোর বিডি / কামরুল