৩৬ রানেই গুটিয়ে গেল ভারত

৩৬ রানেই গুটিয়ে গেল ভারত

অনলাইন ডেস্ক

লজ্জার সব রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারল ভারত। ভারতের ইতিহাসে সব থেকে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড।

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের তৃতীয় দিন ৬২ রানে এগিয়ে থেকে শনিবার দিন শুরু করেছিল কোহলির দল। হাতে ছিল ৯ উইকেট।

  এরপর মাত্র ৩৬ রান যোগ করতেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

আরও পড়ুন: ‘গণফোরামে এখন আর কোনও ভুল বোঝাবুঝি নেই’

যুগ্ম মহাসচিব কী ভাইস চেয়ারম্যানকে শো কজ দিতে পারে: প্রশ্ন হাফিজের

অসি বোলার প্যাট কামিন্স ও হ্যাজেলহুডের দুর্দান্ত বোলিংয়ে ভারতীয় ব্যাটসম্যানরা শুধু আসছেন আর গেছেন।   দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি কেউই।   ভারতকে অলআউট করতে দেড় ঘণ্টাও নেয়নি অস্ট্রেলিয়া।

 

শূন্যরানে আউট হয়েছেন চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে ও রবিচন্দ্র অশ্বীন।

দুটি রেকর্ড গড়ার লক্ষ্যে মাঠে নেমে বিরাট কোহলি রান করলেন মাত্র ৪। ৪০ বল খেলে মাত্র ৯ রান করতে পেরেছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।

সবশেষে কামিন্সের বলে মোহাম্মদ সামি রিটায়ার্ড হার্ট হয়ে ১ রানে ড্রেসিংরুমে ফিরলে ৩৬ রানে থেমে যায় ভারতের ইনিংস।

অস্ট্রেলিয়াকে ১৯১ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পেয়েছিল ভারত।

news24bd.tv তৌহিদ