শ্রীলঙ্কা সিরিজ গড়াতে পারে এপ্রিলে

শ্রীলঙ্কা সিরিজ গড়াতে পারে এপ্রিলে

আরিফুল ইসলাম

বায়ো বাবলের অধীনে দুটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা কাজে দিবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে বলছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। করোনা কালে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য প্রস্তুত বিসিবি। স্থগিত হওয়া শ্রীলঙ্কা সিরিজ গড়াতে পারে এপ্রিলে জানান বোর্ডকর্তা।

আরও পড়ুন: নৌকা-ধানের শীষ সমানে সমান, মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী

বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েটি টুর্নামেন্ট, করোনাকালে ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট আয়োজনে করে বিসিবি অন্য দেশগুলোকে বার্তা দিয়েছে বাংলাদেশ প্রস্তুত আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে।

মিলেছে ইতিবাচক সাড়া, জানুয়ারিতে বাংলা সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে প্রথমবার বায়োবাবলের অধীনে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের চ্যালেঞ্জ বিসিবির সামনে। অভিজ্ঞতার সঞ্চার ঘরোয়া দুই টুর্নামেন্ট। ক্যারিবীয়রা সফরের প্রথম দিন থাকবে হোম কোয়ারেন্টিনে।

করোনা প্রোটোকলের জটিলতায় অক্টোবরে বাতিল হয়ে যায় বাংলাদেশের শ্রীলংকা সফর। লংকান ক্রিকেট ও বিসিবি পরবর্তীতে সময়ে সিরিজ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে এপ্রিলে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো।  

দুবাইয়ে টি-টেন লিগে ডাক পেয়েছে বাংলাদেশের ছয় ক্রিকেটার। তবে জানুয়ারিতে হোম সিরিজ থাকায় ছাড়পাত্র পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

এদিকে দ্রুত টাইগারদের ব্যাটিং পরামর্শকের নাম জানাবে বিসিবি। আগামী মাসের প্রথম সপ্তাহে ফিরছে কোচিং স্টাফরা।

news24bd.tv তৌহিদ