সমগ্র জনগোষ্ঠির কোনো এক অংশকে বাদ রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আর তাই সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনায় বাদ পড়ছে না কেউ। শহর কিংবা প্রত্যন্ত গ্রাম সর্বত্রই পৌছানোর চেষ্টায় সরকার। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠিভুক্ত জনগোষ্ঠির জন্যও নেয়া হয়েছে বিশেষ উন্নয়ন পরিকল্পনা।
২০৪১ সালে উন্নত বিশ্বের তালিকায় নাম লেখাতে চা্য বাংলাদেশ। যে লক্ষ্য পূরণে সবচে বড় বাঁধা দারিদ্র। যে বাঁধা পেরোতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনায় সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে সরকার। শ্রীমঙ্গলের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী হোসনাবাদ এলাকা। চা বাগান ঘেরা প্রত্যন্ত এই এলাকায় বসবাস খাসিয়া জনগোষ্ঠির।
রিজিয়া কংওয়াং। সুযোগের অভাবে এগোয়নি লেখাপড়া। কিন্তু সরকারি সহায়তায় এখন দেখছেন আত্মনির্ভরশীলতার স্বপ্ন। নানা সমস্যায় জর্জরিত এই মানুষগুলোর উন্নয়নে সচেষ্ট সরকার। প্রত্যন্ত এই এলাকায় পৌঁছেছে নানা নাগরিক সেবা।
দেশের ২০৭টি উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠিভুক্ত জনগোষ্ঠির উন্নয়নে সরকারের গৃহীত বিশেষ পরিকল্পনার সুফল পাচ্ছে এসব এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন:
১৪ দিনের শাটডাউনে প্রস্তুত সরকার, যেকোন সময় ঘোষণা (ভিডিও)
সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ
খুলনার তিন হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু
ঝিনাইদহে ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ২
news24bd.tv / কামরুল