স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসাতে অনুমতি

স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসাতে অনুমতি

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সারাদেশে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সভাপতিত্বে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুরহাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও পশুর বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনার দ্বিতীয় আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কীভাবে পশু ক্রয়-বিক্রয় হবে তার গাইডলাইন প্রণয়ন করা হয়েছে।

 কোরবানির বর্জ্য অপসারণ কীভাবে করা হবে সে বিষয়েও বলা হয়েছে। অনলাইনের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে পশুর হাট বসানো হবে।

আরও পড়ুন


খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

বগুড়ার তিন হাসপাতালে ২০ জনের মৃত্যু

বরিশাল নগরীর ৬টি কেন্দ্রে মডার্নার টিকা প্রদান শুরু

কোনাবাড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


ঈদের কারণে সড়ক ও মহাসড়কে বাড়তি চাপ থাকে তাই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় এমন স্থানে পশুর হাট বসানো যাবে না বলেও জানান মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, গেল বছর করোনার মহাসংকটেও পশুর হাট বসেছিল।

এ বছর করোনা সংক্রমণের হার অনেক বেশি। তা সত্ত্বেও কিন্তু পশুর হাটে পশু কেনা-বেচা হবে। কোরবানি যতটা সম্ভব নির্বিঘ্নে করা যায় সে জন্য সরকারের পক্ষ থেকে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সব কার্যক্রম পরিচালনা করা হবে।

news24bd.tv এসএম