ডেল্টার চেয়ে তিনগুণ ওমিক্রন, ঝুঁকিতে বাংলাদেশও

ডেল্টার চেয়ে তিনগুণ ওমিক্রন, ঝুঁকিতে বাংলাদেশও

অনলাইন ডেস্ক

করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমিত হওয়ার শঙ্কা ডেল্টার চেয়ে তিনগুণ বেশি। দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের এক গবেষণায় এমন দাবি করা হয়েছে।

ভারতসহ ৩০টির বেশি দেশে ছড়িয়েছে ওমিক্রন। ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও।

এ অবস্থায় এশিয়া অঞ্চলে ওমিক্রন মোকাবিলায় এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ধারণার চেয়েও দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনার ওমিক্রন ধরন। এরইমধ্যে নতুন এই ধরনটি ছড়িয়েছে বিভিন্ন দেশে।  

এবার অতি সংক্রামকের চেয়েও ভয়াবহ ও উদ্বেগের তথ্য জানালেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা।

গবেষণায় বলা হয়েছে, ডেলটা ও বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি তিন গুণ বেশি। আগে আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধব্যবস্থাও ভেঙে দিতে সক্ষম ওমিক্রন ধরন।

গেল নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় করোনা শনাক্ত হয়েছে ২৮ লাখ মানুষের। এরমধ্যে ৩৫ হাজার ৬৭০ জন পুনরায় সংক্রমিত হয়েছেন বলে মনে করছেন গবেষকরা। পুনরায় সংক্রমিতদের বেশিরভাগই আগে ডেলটা ধরনে আক্রান্ত হয়েছিলেন।

ভারতে ওমিক্রন শনাক্তের পর সংক্রমণের উচ্চ ঝুঁকিতে প্রতিবেশি দেশগুলোও। এশিয়া প্রশান্ত অঞ্চলের দেশগুলোতে ওমিক্রন মোকাবিলায় এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন: 


৪ অভিজ্ঞ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে পাকিস্তান


news24bd.tv/ তৌহিদ