দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পর নেওয়া যাবে বুস্টার ডোজ

সংগৃহীত ছবি

দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পর নেওয়া যাবে বুস্টার ডোজ

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের টিকার বুস্টার বা প্রিকশন ডোজ দ্বিতীয় ডোজ নেওয়ার ঠিক কতদিন পর নেওয়া যাবে? এক সময় এ নিয়ে বেশ বিভ্রান্তি ছিল। গতকাল শনিবার বিবৃতি দিয়ে সব বিভ্রান্তি দূর করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়।

কেন্দ্রের বিজ্ঞপ্তিতে সে বিভ্রান্তি দূর হলেও এখনও অনেকের মধ্যে সংশয় রয়েছে করোনার একটি বা দুটি ডোজ নেওয়ার পর যদি কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে ভ্যাকসিনের পরবর্তী ডোজ কবে নেওয়া যাবে।

ভারতে রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, কেউ আক্রান্ত হলে করোনামুক্তির পর ৩ মাস অপেক্ষা করতে হবে টিকার বুস্টার বা দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব তথা ন্যাশনাল হেলথ মিশনের প্রধান বিকাশ শীল শনিবার রাজ্যগুলিকে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, করোনার দুটি টিকা নেওয়ার পর কেউ আক্রান্ত হলে রোগমুক্তির ৩ মাস পরে তাঁকে বুস্টার ডোজ দেওয়া যাবে। কেন্দ্রের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ পর থেকে মিলবে বুস্টার বা প্রিকশন ডোজ।

আরও পড়ুন:

ক্রিপ্টোকারেন্সির বাজারে নাটকীয়ভাবে পতন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

করোনার (Coronavirus) সাধারণ টিকা নেওয়ার ক্ষেত্রেও এই তিন মাসের নিয়ম কার্যকর।

অর্থাৎ কোনও করোনা আক্রান্ত  
ব্যক্তি ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে চাইলেও তাঁকে করোনারমুক্তির পর তিন মাস অপেক্ষা করতে হবে। আবার প্রথম টিকা নেওয়ার পরে কোভিড-১৯ আক্রান্ত হলেও দ্বিতীয় টিকার জন্য সুস্থ হয়ে ওঠার পরে ৩ মাস অপেক্ষা করতে হবে।

সূত্র : সংবাদ প্রতিদিন

news24bd.tv/এমি-জান্নাত   

এই রকম আরও টপিক