চীনের জিনজিয়াংয়ে আবার শত মিলিয়ন টনের তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

সংগৃহীত ছবি

চীনের জিনজিয়াংয়ে আবার শত মিলিয়ন টনের তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

ডেস্ক রিপোর্ট

চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত স্বায়ত্তশাসিত জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে শত মিলিয়ন টনের আরো একটি নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছে।

দেশটির সর্ববৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী  প্রতিষ্ঠান-চায়না পেট্রলিয়াম এণ্ড কেমিক্যাল করপোরেশন-সিনোপেক মঙ্গলবার ওই বিশাল তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, কয়েক দশকের মধ্যে তারিম অববাহিকায় এটি বড় একটি অনুসন্ধান।

রয়টার্স জানায়, সিনোপেকের ব্যবস্থাপনায় উত্তর-পশ্চিম তেলক্ষেত্রে ১.৬৬ বিলিয়ন টন তেল এবং ৯৪.৫৮ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে।

চীনের জিনজিয়াং প্রদেশটি প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল ও গ্যাসের জন্য সুপরিচিত। তাই স্বায়ত্তশাসিত হলেও এর নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টায় মরিয়া চীন।

news24bd.tv/এমি-জান্নাত