'নিজস্ব অর্থায়নে সেতু করে মিথ্যা অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ'

ফাইল ছবি

'নিজস্ব অর্থায়নে সেতু করে মিথ্যা অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ'

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে ষড়যন্ত্রের জবাব দিয়েছে বাংলাদেশ। তিনি বলেছেন, স্বপ্নের এই সেতু ভূমিকা রাখবে দারিদ্র দূর করতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।

শরীয়তপুরের জাজিরায় নতুন একটি সেনানিবাস উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রতিক্ষার পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে আর অল্প কিছুদিনের মধ্যে।

নানা চড়াই উৎরাই পেরিয়ে দেশের দীর্ঘতম সেতুর নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। এই সেতুর নিরাপত্তায় শরীয়তপুরের জাজিরা প্রান্তে যাত্রা শরু করলো নতুন একটি সেনানিবাস। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নাম করণ করা হয়েছে এই সেনানিবাসের। গণভবণ থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু নিয়ে নানা মুখী ষড়যন্ত্র হলেও বাংলাদেশ তার উপযুক্ত জবাব দিয়েছে।

শেখ হাসিনা বলেন, বিশ্ব মানের সশস্ত্র বাহিনী গড়ে তুলতে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছে সরকার।

মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস। পদ্মার তীরের ২৩৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।

news24bd.tv/রিমু