ইসলামের দৃষ্টিতে যেসব কারণে স্মরণশক্তি কমে যায়

আমরা যারা ইসলামকে সামান্য হলেও মেনে চলার চেষ্টা করি তাদের অনেকের ইচ্ছা থাকে নতুন নতুন দু’আ, কুরআনের আয়াত ও সূরা মুখস্থ করার। হয়তো আমরা অনেকেই সে চেষ্টা করেছি। কেউ কেউ সফল হয়েছি এবং হচ্ছি। কেউবা আবার ব্যর্থ হয়ে হাল ছেড়েও দিয়েছি। মুখস্ত করতে ব্যর্থ হওয়ার পেছনের একটি অন্যতম কারণ হলো এটা মনে করা যে, আমাদের স্মৃতিশক্তি কমে গিয়েছে। স্মৃতিশক্তি মানুষের অমূল্য সম্পদ। মস্তিষ্কের সঠিক ব্যবহারে মানুষের স্মৃতিশক্তি অটুট থাকে এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। আবার  কারও কারও মস্তিষ্ক সবসময় একরকম থাকে না। একেক বয়সে একেক রকম হয়। ছোটবেলায় হয়তো স্মরণশক্তি ভালো থাকে। আবার বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞানশক্তি লোপ পায়।

আপনি কি মনে করেন আপনার স্মরণশক্তি কমে যাচ্ছে? আপনি কি মনে করেন সূক্ষ্ম চিন্তা করার ক্ষমতা আপনার আগের মতো নেই? তাহলে আপনার জেনে নেয়া উচিত স্মরণশক্তি কমে যাওয়ার কারণগুলো-

০১. অপরিষ্কার থাকা। ০২. অধিক চিন্তা ও টেনশন করা। ০৩. লজ্জাস্থানের দিকে তাকানো। তাই বিনা প্রয়োজনে এদিকে না তাকানোই উত্তম। এমনটি ইস্তিঞ্জার সময়ও। ০৪. পচা, গন্ধ ও নাপাক বস্তুর দিকে তাকানো। ০৫. মা ব্যতীত অন্য নারীদের দিকে তাকানো। ০৬. প্রয়োজনের তুলনায় অধিক পানি পান করা। ০৭. ধনিয়া পাতা কিংবা ধনিয়ার বিচি খাওয়া। ০৮. গুনাহ্ করা। ০৯. মিথ্যা বলা। ১০. হারাম খাওয়া। ১১. অলসতা করা। ১২. অন্যের চোখ পড়ে এমন খোলামেলা খাবার খাওয়া। উল্লেখ্য, এমন খাবার খেলে অন্তরের নূরও কমে যায়। ১৩. হেঁটে হেঁটে কিছু খাওয়া। ১৪. টক জাতীয় বস্তু খাওয়া।

( ফাতাওয়ায়ে শামীতে স্মরণশক্তি কমার আরো কিছু কারণ উল্লেখ করা হয়েছে )

১৫. ইঁদুরের ঝুটা খাওয়া। ১৬. জীবিত উকুন ফেলে দেওয়া। ১৭. বদ্ধ পানিতে প্রস্রাব করা। ১৮. নামাজের কাতার ভাঙা। ১৯. জমাট রক্ত চিবানো। ২০. টক আপেল খাওয়া।   ২১. খাবার প্লেট বা বাটিতে না নিয়ে সরাসরি পাতিল থেকে খাওয়া। ২২. অতিরিক্ত ঠাট্টা করা। ২৩. কবরস্থানে হাসা। ২৪. ইস্তিঞ্জাখানায় অজু করা।   ২৫. পায়জামা বা পাগড়িকে বালিশ হিসেবে ব্যবহার করা। ২৬. গোসল ফরজ অবস্থায় আকাশের দিকে তাকানো। ২৭. কাগজের টুকরো দিয়ে ঘর পরিষ্কার করা।   ২৮. পরিহিত কাপড়ের টুকরো দিয়ে হাত বা মুখ মোছা। ২৯. মসজিদে জামাকাপড় ঝেড়ে পরিষ্কার করা। ৩০. বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করা এবং ডান পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া। ৩১. হস্তমৈথুন করা। ৩২. রাস্তায় প্রস্রাব করা। ৩৩. নাপিতের আয়না দেখা। ৩৪. ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ানো।

news24bd.tv/আলী