সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও জেলার হরিপুরের ডাবরী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (২৪) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে ভারতের ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।  

স্থানীয় সূত্র দাবি করছে, গত রাতে কয়েকজন গরু আনতে ভারতে যায়। এসময় বিএসএফ তিন রাউন্ড গুলি করে। এতে অন্যরা পালিয়ে যেতে পারলেও গুলিবিদ্ধ হয়ে রাজ্জাক মারা যান।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে একজন মারা গেছে এটা নিশ্চিত। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে।