রুহুল আমিনের স্থায়ী বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন নারী শিক্ষককে যৌন হয়রানির ঘটনায় নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিনকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে তার স্থায়ী বহিস্কারের দাবিতে মৌন মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, অর্ণব, চারুলতা, তরু প্রমূখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, শুধুমাত্র নারী শিক্ষকদেরই নয়। ওই শিক্ষকের কাছ থেকে রেহায় পায়নি সাধারণ শিক্ষার্থীরাও। তাই এমন শিক্ষককে ক্যাম্পাসে আর প্রবেশ করতে দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন তারা।

এর আগে কলা ভবনের সামনে থেকে একটি মৌন মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

যৌন হয়রানির স্বীকার সহকর্মী তিন নারী শিক্ষক গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একই বিবভাগের শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)