কাঙালিভোজ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে জাতীয় শোক দিবসের কাঙালিভোজ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের বাঘরা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশ না করে নেতাকর্মীরা জানান, সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লালচান মিয়ার নেতৃত্বে বাঘরা বাজারে মসুর আহমেদ সুপার মার্কেটের সামনে দলীয় অস্থায়ী কার্যালয়ে এক পক্ষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বিপ্লব খানের নেতৃত্বে অপর পক্ষ বাঘরা ফাজিল মাদরাসার পাশে কাঙালিভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ দু’পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আওয়ামী লীগ নেতা বিপ্লব খান ও চাল্লিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লালচান মিয়ার নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ ঘটনায় বিপ্লব খান ও আপ্তাব উদ্দিন নামের দুজনকে হেফাজতে নিয়ে এসেছি। তবে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি।

news24bd.tv/কামরুল