বিআরটি প্রকল্পে গার্ডার দুর্ঘটনায় হাইকোর্টে রিট

রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন উড়ালসড়কে গার্ডার ধসে নিহতের ঘটনায় হাইকোর্টে রিট করা হয়েছে।

আইনজীবী সেগুফতা তাবাসসুম মঙ্গলবার (১৬ আগস্ট) এ রিট করেন।

রিটে সাধারণ মানুষের নিরাপত্তা ও ঘটনার প্রকৃত কারণ জানতে চাওয়া হয়েছে।

গতকাল সোমবার প্রাইভেট কারে বিআরটি নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডারচাপায় পাঁচজন নিহত হন। বেঁচে গেলেও আহত হন গাড়িতে থাকা নবদম্পতি রিয়া আক্তার ও রেজাউল করিম হৃদয়। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতি ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাক লিস্ট করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv/মামুন