জেনে নিন, মেডিসিন সংক্রান্ত স্বাস্থ্য সমস্যায় বিশেষজ্ঞ পরামর্শ

স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক সমস্যায় পরামর্শ পেতে নিউজ টোয়েন্টিফোর অনলাইন চালু করেছে ‘আপনার সমস্যা, বিশেষজ্ঞের পরামর্শ’ শীর্ষক নিয়মিত আয়োজন। পাঠকের অসুখ-বিসুখ সংক্রান্ত  সমস্যায় পরামর্শ দেবেন দেশের শীর্ষ চিকিৎসকগণ। মেডিসিন সংক্রান্ত অসুখে আজ পরামর্শ দিয়েছেন, মার্কস মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সাবেক প্রধান, ল্যাবএইড, গুলশান, ঢাকার সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. জুলহাস উদ্দিন

সমস্যা :  আমার বয়স ৫৪ বছর, ওজন ৬৫ কেজি, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।   আমার ইদানিং খুব মাথা ঘুরে, সঙ্গে বমি বমি ভাব হয়। চোখে বেশ ঝাপসা দেখি, ঘাড়েও ব্যথা থাকে। যখন তখন এমন সমস্যা হচ্ছে। শ্রবণশক্তি ও স্মৃতিশক্তি ঠিকমতো কাজ করে না। অনেক সময় পরিচিতজনদের নামও মনে করতে পারি না। প্রেশার মেপে দেখেছি, ঠিক আছে। মাথা ঘুরানোর সময় মাথায় পানি দিলে ভালো অনুভূত হয়। আমাকে পরামর্শ দিলে বিশেষ বাধিত হবো। ’ আবুল খায়ের, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।

পরামর্শ :  আপনার ডায়াবেটিস আছে কিনা এবং থাকলে নিয়ন্ত্রণে আছে কিনা জানালে ভাল হতো। চোখে পাওয়ারের কোন সমস্যা থাকলে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। ঘাড়ের একটা এক্স-রে করালে ভাল হয়। কারন এ বয়সে ক্ষয়রোগ থাকলে সেখান থেকেও মাথা ঘুরতে পারে। প্রেসারের ব্যাপারটাও ভাল চিকিৎসক দেখিয়ে নিশ্চিত হোন। কানের কোন সমস্যার জন্যও মাথা ঘুরতে পারে। মা্ইগ্রেনের ব্যাপারটিও মনে রাখতে হবে যদিও আশঙ্কা খুবই কম। সবচেয়ে ভাল হয়, একজন ভাল মেডিসিন বিশেষজ্ঞকে সরাসরি দেখালে। তবে আপনার বর্তমান সমস্যার জন্য Tab Fluver 5mg ১টা করে দিনে দুবার সপ্তাহ খানেক খেতে পারেন।

ঘোষণা : এ সংক্রান্ত পরামর্শ পেতে চাইলে ভিজিট করুন : https://www.news24bd.tv/category/health