হঠাৎ বেড়েছে চোখ ওঠা রোগ 

হঠাৎ করেই রাজধানীসহ সারাদেশে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগ  বেড়েছে। ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণে হতে পারে এ রোগ। প্রতিদিন হাজারো রোগী যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে।  হঠাৎ এই সংক্রমণের কারণ স্পষ্ট না হলেও ছোঁয়াচে এই রোগ নিরাময়ে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।  

ব্যথা আর লাল চোখ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন অসংখ্য রোগী। মিরপুরের বাসিন্দা সাগর রহমান। দু’দিন ধরে ভুগছেন চোখ জ্বালা-পোড়ায়। তাই বাধ্য হয়েই এসেছেন জাতীয় চুক্ষ বিজ্ঞান ইনস্টিটিউটে।

একই চিত্র রাজধানীসহ দেশের বেশিরভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে।

চিকিৎসকরা জানান, চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগটি ভাইরাস, ব্যাকটেরিয়া বা অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে হয়ে থাকে। যা চোখের পাতা ফুলে যাওয়া, পিচুটির পরিমাণ বেড়ে যাওয়াসহ কয়েকটি লক্ষণে প্রকাশিত হয়।  

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বে-নজির আহমেদ জানান, একটু সতর্ক হলেই ৭ থেকে ১০ দিনের মধ্যেই এ রোগ ভালো হয়। তবে নিরাময়ে চিকিৎসকদের অনুমতি ছাড়া স্টেরয়েড জাতীয় ড্রপ না নেওয়ার পরামর্শ দেন তিনি।  

এ দিকে বিদেশগামী যাত্রীদের চোখ ওঠার ৭ দিনের মধ্যে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

news24bd.tv/ ইস্রাফিল