ফাঁকি বন্ধে ভ্যাট আদায় প্রক্রিয়াকে অটোমেশন করতে চায় এনবিআর

ভ্যাট ফাঁকি বন্ধ করতে পুরো আদায় প্রক্রিয়াকে অটোমেশন করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এজন্য আগামী পাঁচ বছরে সারাদেশে ৩ লাখ ইএফডি মেশিন বসানো হবে বলে জানিয়েছেন এনবিআরের সদস্য ড. মঈনুল খান।

বুধবার (৫ অক্টোবর) সেগুনবাগিচায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত ইএফডি লটারির ড্র অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, এতে ২৬ হাজার কোটি টাকা ভ্যাট আহরণ বাড়বে বলে প্রত্যাশা তাদের। এছাড়া গেলো সেপ্টেম্বরে ইএফডি মেশিনের মাধ্যমে ভ্যাট আদায় ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

তবে ৫৩৮টি প্রতিষ্ঠান এ মাসে কোন ভ্যাট দেয়নি। সেপ্টেম্বর মাসে ওই মেশিনগুলো থেকে কেন রাজস্ব আসেনি তার কারণ খতিয়ে দেখতে কমিশনারেটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে এনবিআর তদন্ত করবে বলেও জানান মঈনুল খান। এর আগে তিনি জানান, দেশের পাঁচটি কমিশনারেট ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত ৫৩৮টি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও এসডিসির মাধ্যমে কোনো ভ্যাট সংগ্রহ হয়নি।

news24bd.tv/FA