মধ্যরাত থেকে তিন উপজেলায় ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

নোয়াখালীর উপকূলীয় তিন উপজেলা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে আজ (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হবে।

এসময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে সাগর, নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ ব্যাপারে উপকূলীয় এলাকায় সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে নদীতে না নামেন সেজন্য জেলার নিবন্ধিত ১৫ হাজার জেলের জন্য ৩৭৫ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে চালগুলো বিতরণ করা হবে।

news24bd.tv/FA