অতএব হাল ছেড় না.. 

“আমি জেল থেকে প্যারোলে (৭ দিনের জন্য অন্তর্বতী জামিন) এইচএসসি পরীক্ষা দিয়েছি! এই ছবিটা দেখছি আর নিজের প্রথম জেলে যাবার কথা মনে পড়ছে! আমার মনে হয় তোমাদেরও কিছু কম বয়সে আমি জেলে গিয়েছিলাম! আমি যখন এইচএসসি পরীক্ষা দেব তখন জামাত-শিবির’র দায়ের করা একটা হত্যা মামলার প্রধান আসামী হিসেবে আমাকে গ্রেফতার করা হয়। সিরাজগঞ্জের হাজতখানা থেকে এমননি একটা কাভার্ড ভ্যানে হাতকড়া পরিয়ে আমাকে পাবনা কারাগারে নিয়ে যাওয়া হয়! ভ্যানের সেই ছোট্ট জানালা দিয়ে বড় আকাশ দেখেছিলাম, দূরের সবুজ মাঠ ও গ্রামের দৃশ্য দেখেছিলাম আর চোখ বেয়ে সেদিন আমারও টপটপ করে পানি পরেছিল! তখন আমার ভিষন দুঃখিনী মায়ের কথা মনে হচ্ছিল। যাকে কখনো সুখ ও স্বস্তি দিতে পারিনি! আজ মা আমার অক্ষম, শর্যাশায়ী ও স্মৃতিশক্তিহীন! কিন্তু শৃংখলিত হাতে কেবলি মনে ভেবেছি, “শৃংখল ছাড়া আমার আর হারাবার কিছু নেই, জয় করার জন্য আছে সারা বিশ্ব!” বিশ্বকে জয় করতে পারিনি, পারিনি স্বদেশকেও! তবু যতটুকু অর্জন দেখছো, তা আমার মত অসংখ্য তরুণের রক্ত, ঘাম আর অশ্রুতে আসা! অতএব হাল ছেড়না..  যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ,  যদি তুমি রুখে দাড়াও তবে তুমি বাংলাদেশ.!”

লেখক: ড. মঞ্জুরে খোদা টরিক                  সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন                  বর্তমানে কানাডা প্রবাসী লেখাটি তার ফেসবুক থেকে সংগৃহীত             অরিন/নিউজ টোয়েন্টিফোর