<p>দুই উপজেলায়</p>

বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা

বান্দরবানের দুই উপজেলাতে চলছে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা। রুমা ও রোয়াংছড়ি উপজেলায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ধরতেই এমন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সবাই প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানালেও বিপাকে পড়েছে পর্যটক, গাড়ি চালকসহ হোটেল মালিকরা।  

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের খুঁজে বের করতে গত কয়েকদিন ধরেই চলছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান। নিরাপত্তার স্বার্থে পর্যটকদের ভ্রমণে চলছে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা। এতে বন্ধ রয়েছে পর্যটকবাহী সব যান চলাচল।

নিষেধাজ্ঞা মেনে নিলেও দ্রুত এর সমাধান চায় পর্যটকবাহী যান চালকরা। শুধু গাড়ি চালকরাই নয় নিষেধাজ্ঞারয় ক্ষতির সম্মুখীন হচ্ছে হোটেল মালিকরাও।

বান্দরবানের জেলা প্রশাসক জানান, দুই উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা পর্যটকদের জন্য, তবে এটি স্থানীদের জন্য নয়।

পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে এবং সন্ত্রাসীদের নিমূলে চলমান অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

news24bd.tv/কামরুল