কোয়াবের নির্বাচন চলছে

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দ্বি-বার্ষিক নির্বাচন। শনিবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানী গুলশানের শ্যুটিং ক্লাবে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কোয়াবের এই নির্বাচনে দুটি প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী লড়ছেন। নির্বাচিত ৩৩ জন সদস্য থেকে কোয়াবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

দীর্ঘদিন পর ভোট হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন ভোটাররা। এমনকি নির্বাচন না হওয়ায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা কেটে যাবে বলে আশা প্রকাশ করছেন তারা। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।

কোয়াবের দ্বি-বার্ষিক এই নির্বাচন মোট ভোটার ৭২৬ জন। সম্মিলিত পরিষদের ৩৩ প্যানেলের বিপক্ষে লড়ছেন মুক্তধারার ১৩ প্রার্থী।

news24bd.tv/মামুন