সমাবেশের জন্য সরকারকেই পরিবেশ তৈরি করতে হবে: ফখরুল

১০ ডিসেম্বরের বিএনপির বিভাগীয় সমাবেশের জন্য সরকারকেই শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায়। এই বিভাগীয় সমাবেশ আয়োজন করার জন্য সরকারকেই শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। অবিলম্বে নয়াপল্টন থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে। ’

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এসব কথা বলেন মির্জা ফখরুল।  

তিনি বলেন, ‘গতকাল নয়াপল্টনে পুলিশ কাপুরুষোচিত লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে। সিমেন্টের ব্যাগে করে পুলিশ বোমা নিয়ে বিএনপি কার্যালয়ে ঢুকে। আমাকে দলীয় কার্যালয়ে ঢুকতে না দিয়ে সেখান থেকে নেতাকর্মীদের ধরে নিয়ে যায়। পুলিশ আমার সামনেই বোমা উদ্ধারের নাটক ঘটিয়ে সেই বোমা একে একে ফাটিয়ে সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে। ’

বিএনপির কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধার নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পুলিশ যে দাবি করেছে বিএনপি কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, এটি আইন মেনে হয়নি। আইন অনুযায়ী, কোনো স্থানে উদ্ধার অভিযান চালানো হলে সেই স্থানের মালিককে সঙ্গে নিয়ে অভিযান চালাতে হয়। পুলিশ তা করেনি। পুলিশের এই হামলা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। গতকালকের ঘটনা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকিয়ে দেওয়া হয়েছে। ’

news24bd.tv/মামুন