আটলান্টিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ যুদ্ধজাহাজ মোতায়েন রাশিয়ার

আটলান্টিক মহাসাগরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে রাশিয়া। যার নেতৃত্বে রয়েছেন দেশটির নৌ কর্মকর্তা অ্যাডমিরাল গোর্শকভ।

আরটির খবরে বলা হয়, যুদ্ধজাহাজটি আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে তৎপরতা চালাবে। যুদ্ধজাহাজটি প্রেরণের আগে বুধবার একটি ভিডিও কনফারেন্সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব তথ্য জানান। এসময় রুশ প্রেসিডেন্টের সাথে আরও ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও ফ্রিগেটের কমান্ডার ইগোর ক্রোখমল যুক্ত ছিলেন।

পুতিন বলেন, এ জাহাজে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘জিরকন’ রয়েছে। আশা করা যাচ্ছে দেশের কল্যাণে ও সেবাদানে নাবিকরা যেন সফল হবেন। এর পরপরই যুদ্ধজাহাজটিকে ‘কমব্যাট সার্ভিস’ শুরু করার নির্দেশ দেন প্রেসিডেন্ট।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো জলে-স্থলে যেকোনো জায়গায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত হানতে সক্ষম। এটি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে। ঘণ্টায় এর গতিবেগ ৬ হাজার ১৭৪ কিলোমিটার বা ৩ হাজার ৮৩৬ মাইল হতে পারে।