নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা: নিহতদের মরদেহ হস্তান্তর শুরু

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। দেশটির হাসপাতালের কর্মীরা মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু করে।

রোববার নেপালে অভ্যন্তরীণ ফ্লাইটে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পথে পোখারা বিমানবন্দরের কাছেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে এসময় ৬৮ জন যাত্রী ও চারজন ছিলেন ক্রু ছিলেন। তিন দশকের মধ্যে নেপালের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা এটি।

নেপালের গণমাধ্যমগুলো জানিয়েছে, উড়োজাহাজে থাকা ৬ শিশু, ১৫ বিদেশি নাগরিকসহ সবাই নিহত হয়েছেন। উদ্ধারকারী দল এখনও জরুরি উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

খবরে নেপালের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত ৭০টি মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। এর আগে গত সোমবার পুলিশের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কাউকে জীবিত উদ্ধার করার আশা প্রায় শূন্য। তিনি বলেন, ‘সোমবার রাতে আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি। কিন্তু এটি তিন টুকরা ছিল। কিন্তু এটি তিনটি আলাদা মৃতদেহ নাকি একটি, তা নিশ্চিত হওয়া যায়নি।

news24bd.tv/FA