অসহায় শিশুদের পাশে ভোরের আলো সংগঠন

‘অসহায়দের হাত ধরো, সুন্দর একটি সমাজ গড়ো’ স্লোগানে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে পথশিশুদের সাথে কিছু সময়ের খুশী ভাগ করে নিয়েছে ভোরের আলো ছাত্রসমাজ কল্যাণ সংগঠন।   গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ স্টেশন ও তার আশপাশের বসবাসকারী অসহায় শিশুদের নিয়ে তারা একটি অস্থায়ী স্কুল পরিচালনা করেন। শিশুদের সাথে এ সময় গল্প আড্ডায় মেতে থাকতে দেখা যায় সংগঠনের সদস্যদের। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গাওয়া হয়। সবশেষে তাদের আয়োজনের সাথে অংশগ্রহনকারী শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।   এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাফায়াৎ হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ কামরুল হাসান মিশাল, সামিয়া ইসলাম শোভা, মোঃ রাকিবুল হাসান জিদান, মোঃ আলামিন হোসেন প্রমুখ।   জানা গেছে, ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার অসহায়দের জন্য কিছু করার ইচ্ছে থেকে যাত্রা শুরু করে সংগঠনটি। পরবর্তীতে এলাকার যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনের সদস্য সংখ্যা দুই শতাধিক হবার পর তারা এলাকার পাশাপাশি এলাকার বাইরেও অসহায়দের জন্য কাজ করার তাগিদ অনুভব করছেন।

NEWS24▐ কামরুল