জেরুজালেমে বন্দুক হামলার ঘটনায় গ্রেপ্তার ৪২

জেরুজালেমের একটি সিনাগগের সামনে বন্দুক হামলার ঘটনায় ৪২ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। শুক্রবারের এই হামলায় ৭ জন নিহত ও ৩ জন আহত হয়। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।  খবর বিবিসির।  

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ১৩ বছরের এক কিশোর এ হামলা চালিয়েছে। তাকে 'নিরস্ত্র' করা হয়েছে। এদিন পৃথক এক হামলায় দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

এ ঘটনার জেরে জেরুজালেমে স্থায়ীভাবে সন্ত্রাসবিরোধী ইউনিট মোতায়েন করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ঘটনায় সেখানে সেনা মোতায়েন বাড়িয়েছে ইসরায়েল।  

এর আগে, শুক্রবারের (২৭ জানুয়ারি) পূর্ব জেরুজালেমে একটি সিনাগগের বাইরে হামলা চালায় এক বন্দুকধারী। তাৎক্ষণিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর জানায় সংবাদমাধ্যমগুলো।  

news24bd/আজিজ