জনপ্রিয় ব্যান্ড বিটিএসকে পিছনে ফেলে শীর্ষে অলকা

ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। মাত্র ১৪ বছর বয়সে মায়ানগরীতে গান শুরু তাঁর। দু’হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। গান গেয়েছেন অন্তত ১৬টি ভাষায়। তবে এখন গানের সংখ্যা কমে গেলেও তার মাঝেই গায়িকার অনুরাগীদের জন্য সুখবর এলো। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’ ও মার্কিন পপ তারকা টেলর সুইফ্‌টকে ছাপিয়ে গড়লেন বিশ্ব রেকর্ড।  

সকলকে ছাড়িয়ে ইউটিউবে যাঁর গানের চাহিদা সব থেকে বেশি তিনি অলকা। গিনেস রেকর্ডের তথ্য অনুযায়ী, গত বছর ইউটিউবে গায়িকার গান বেজেছে প্রায় ১ হাজার ৫৩০ কোটি বার! ফলে ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন তিনি। তবে এই প্রথম নয়।  

গত তিন বছর ধরেই এই শিরোপা জিতে আসছেন বছর ৫৬-এর গায়িকা। পরিসংখ্যান বলছে, ২০২০ সালে তাঁর গান বেজেছিল ১ হাজার ৬৬০ কোটি বার। ২০২১ সালে সেটা দাঁড়ায় ১ হাজার ৭০০ কোটি।

অন্যদিকে, ২০২২ সালে বিশ্বব্যাপী বিটিএস-এর গান বেজেছে প্রায় ৭৯৫ কোটি বার। যা অলকার সাফল্যের তুলনায় প্রায় অর্ধেক।

news24bd.tv/রিমু