দেশে ভারী যন্ত্রপাতি উৎপাদনে বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের

কেবল ভোগ্য পণ্য উৎপাদনে সীমাবদ্ধ না থেকে দেশের উদ্যোক্তাদের ভারী যন্ত্রপাতি উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ১৭তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।  

এসময় উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে মানসম্মত জ্বালানি সরবরাহের দাবি জানান ব্যবসায়ীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিটিএমএ'র সভাপতি বলেন, বস্ত্র ও পোশাকখাতে বাংলাদেশ বিশ্বে এখন গুরুত্ব পাচ্ছে। এ সুযোগ কাজে লাগাতে মানসম্মত জ্বালানি নিশ্চিত করার দাবি জানান তিনি।

আর এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রপ্তানি লক্ষ্যপূরণে পোশাকখাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হবে। এজন্য এ খাতে পণ্য বৈচিত্র্যর পাশাপাশি ম্যান মেইড ফেব্রিকের ব্যবহার বাড়ানোর তাগিদ দেন।

টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের যন্ত্রপাতির প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩৫টি দেশের প্রায় ১২শ' প্রতিষ্ঠান। বস্ত্র ও পোশাক খাতের প্রযুক্তি ও যন্ত্রপাতির এ প্রদর্শনী শেষ হবে আগামী শনিবার।