রাষ্ট্রপতির হাতে পুরস্কার পাওয়া ছাত্রীকে গণধর্ষণ!

রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া মেধাবী ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার ভারতের হরিয়ানার রেওয়ারি জেলার এ ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানাগেছে, কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী কোচিং সেন্টারে যাচ্ছিলেন। এসময় তিন যুবক ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে। ঘটনাস্থলে আরও কয়েকজন মেয়েটির উপর পাশবিক অত্যাচার চালায়। এরপর একটি বাস স্ট্যান্ডের সামনে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে ফেলে চলে যায় দুষ্কৃতিকারীরা।

জ্ঞান ফেরার পর পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ করে।

ওই ছাত্রীর মা-বাবার অভিযোগ, পুলিশ প্রথমে তাঁদের অভিযোগ নিতে চায়নি। এক থানা থেকে অন্য থাকায় হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয়েছে নির্যাতিতার মা-বাবাকে। অনেক ঘোরার পর অবশেষে পুলিশ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।  

পুলিশ জানায়, আসামিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ১৯ বছরের ওই নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।   

উল্লেখ্য, এই ছাত্রী সিবিএসই'র দশম শ্রেণির পরীক্ষায় প্রথম হওয়ায় রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)