ঈদের আগে ব্রয়লারের দামে আগুন

পবিত্র ঈদুল ফিতরের আগে আবার বাড়লো ব্রয়লার মুরগির দাম। রোজার মাঝখানে দাম স্থিতিশীল থাকলেও ফের আগুন লেগেছে ব্রয়লারের দামে। এক দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৪০ টাকা। প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, লেয়ার মুরগি ৩৫০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। অর্থাৎ, এক দিনের ব্যবধানে প্রতি কেজি মুরগিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।

শ্রীপুর ব্রয়লার হাউসের সত্ত্বাধিকারী মো. ফাইয়াজ বলেন, 'বুধবার লেয়ার মুরগি বিক্রি করেছি ৩২০ টাকা আজ (বৃহস্পতিবার) বিক্রি করছি ৩৫০ টাকা। কেজিতে ৩০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি গতকাল (বুধবার) বিক্রি করেছি ২১০ টাকা। আজ বিক্রি হচ্ছে ২৫০ টাকা। ' দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'মুরগির সরবরাহ কম। এটাও হতে পারে বড় কোম্পানিগুলো কম বিক্রি করছে। তারা মনে করছে ঈদে একটু বেশি মুনাফা করতে পারবে। '

মুরগির দাম বাড়লেও কিছুটা কমেছে ডিমের দাম। প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। গত সপ্তাহে ছিল ১২০ টাকা। এছাড়া প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ টাকা, ছাগলের মাংস ৯০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ টাকা দরে।

news24bd.tv/SHS