আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন শাহজাদ!

কানপুরে ভারতের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি করছেন শহীদ আফ্রিদি। সেদিন ৯ ছক্কা আর ১০ চারে ৪৬ বলে করেন ১০২ রান। যখন সেঞ্চুরি করলেন দলের রান তখন ১৩১। দলীয় সবচেয়ে কম রানে সেঞ্চুরি পূরণে যা বিশ্ব রেকর্ড।

তার রেকর্ড গড়ার ১৩ বছর পার হয়ে গেলেও কোনো হার্ড হিটার ব্যাটসম্যান তা ভাঙতে পারেনি। অবশেষে দারুণ এই রেকর্ডে ভাগ বসালো আফগান উইকেট কিপার ওপেনার মোহাম্মদ শাহজাদ।

মঙ্গলবার এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এই ৩১ বছর বয়সী। ভারতের বিপক্ষে যা কোনো আফগান ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। শুধু তাই নয়, ১১৬ বলে ৭ ছক্কা ও ১১ চারে দারুণ এই ইনিংসটি সাজান তিনি। ৮৮ বলে যখন সেঞ্চুরি পূরণ করলেন তখন আফগানদের দলীয় স্কোর ১৩১। অর্থাৎ আফ্রিদির রেকর্ডের ভাগিদার হয়ে গেলেন তিনি।

শাহজাদের আগের চারটি সেঞ্চুরি ছিল নেদারল্যান্ডস, কানাডা, স্কটল্যান্ড, জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০১৫ সালের ডিসেম্বরে শারজায়।

অর্থাৎ প্রায় তিন বছর পর সেঞ্চুরি পেলেন, সেটিও কিনা দারুণ কীর্তি গড়ে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)